• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৭:২৯ পূর্বাহ্ন

১০ বছর আয়কর পরিশোধ করেননি ট্রাম্প !

/ ২৮৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০

গেল ১৫ বছরের মধ্যে ১০ বছরই আয়কর পরিশোধ করেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

প্রতিবেদনটিতে বলা হয়, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ও তার কোম্পানিগুলোর দুই দশকের বেশি সময়ের আয় করের রেকর্ড রয়েছে তাদের হাতে। প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে দাঁড়ানোর ২০১৬ সালে এবং নির্বাচিত হবার পর হোয়াইট হাউজে প্রথম বছর ২০১৭ সাল মিলিয়ে মাত্র ৭৫০ ডলার করে আয়কর  দিয়েছেন ট্রাম্প।

কর ফাঁকি দিতে ৪ কোটি ৭০ লাখ ডলারের বেশি লোকসান দেখিয়েছেন তিনি। তবে ট্যাক্স ফাঁকির এই খবরকে ভুয়া বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আসন্ন মার্কিন নির্বাচনকে ঘিরে তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেই অভিযোগ তুলেছেন তিনি।


আরো পড়ুন