• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৬:০৭ অপরাহ্ন

‘৩ অক্টোবর থেকে অবৈধভাবে দখলকৃত পার্কগুলোতে উচ্ছেদ অভিযান’

/ ৩০৩ বার পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
'৩ অক্টোবর থেকে অবৈধভাবে দখলকৃত পার্কগুলোতে উচ্ছেদ অভিযান'
'৩ অক্টোবর থেকে অবৈধভাবে দখলকৃত পার্কগুলোতে উচ্ছেদ অভিযান'

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, অবৈধভাবে দখল করে রাখা পার্কগুলোতে ৩ অক্টোবর থেকে উচ্ছেদ অভিযান শুরু হবে। উচ্ছেদ করে জনগণের পার্ক জনগণের হাতে তুলে দেয়া হবে।

সোমবার গুলশান ২ নম্বরে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে ডিএনসিসি আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অবৈধভাবে দখলকৃত পার্কগুলোতে উচ্ছেদ অভিযানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিনের অঙ্গীকার উল্লেখ করে আতিকুল ইসলাম বলেন, ‘যারা রাস্তা, ফুটপাত দখল করে আছেন, তারা এই অবৈধ মনোভাব ছেড়ে দিন। ফুটপাতে রড সিমেন্ট রেখে অট্টালিকা করছেন, বাড়ি করছেন, কিন্তু একবারও কি খেয়াল করলেন না, রাস্তায়, ফুটপাতে নির্মাণসামগ্রী রেখে দেয়ায় জনগণের অসুবিধা হচ্ছে।’

মেয়র আরও বলেন, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশন যে কর্মসূচি হাতে নিয়েছে এতে কোনো আড়ম্বর নেই, কেক কাটা নেই, বরং সাদামাটা, অনাড়ম্বর অথচ তাৎপর্যময় এ কর্মসূচি। ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডেও অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।


আরো পড়ুন