• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

মক্কার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

/ ২৭৭ বার পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
মক্কার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
মক্কার গভর্নরের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ (২৮ সেপ্টেম্বর ২০২০) পবিত্র মক্কা অঞ্চলের গভর্নর প্রিন্স খালিদ- আল ফয়সালের সঙ্গে এক দ্বি-পাক্ষিক বৈঠকে মিলিত হন। বৈঠকে বাংলাদেশ-সৌদি আরবের মধ্যে বিদ্যমান চমৎকার কূটনৈতিক সম্পর্ক ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।

বাংলাদেশিদের সততা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করে মাননীয় গভর্নর বিদ্যমান সমস্যা সমাধানে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন গভর্ণর ফয়সাল।

এর আগে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে সংস্থাটির মহাসচিব ড. হোসেফ বিন আহমেদ আব্দুল রাহমান আল-ওতাইমীন-এর নিকট তাঁর পরিচয়পত্র প্রদান করেন।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ফয়সাল আহমেদ, বাংলাদেশ দূতাবাস রিয়াদের উপ মিশন প্রধান এসএম আনিসুল হক, কনস্যুলেটের কার্যালয় প্রধান মোস্তফা জামিল খান সহ ওআইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন