• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২:৫৪ অপরাহ্ন

এমসি কলেজ ছাত্রাবাসে গণধর্ষণের ঘটনায় শিক্ষার্থীদের বিক্ষোভ !

/ ৩৪৩ বার পঠিত
আপডেট: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

সিলেট মুরারিচাঁদ (এমসি) কলেজের হোস্টেলে স্বামীকে আটকে রেখে তরুণীকে গণধর্ষণের ঘটনার বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এমসি ও সরকারি কলেজের প্রায় শতাধিক শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, করোনা পরিস্থিতিতে কলেজ বন্ধ থাকার পরেও ছাত্রাবাস কীভাকে খোলা রাখেন কলেজ কর্তৃপক্ষ? এসব অপরাধ কর্মকাণ্ডের বিষয়ে কলেজ কর্তৃপক্ষের অবগত থাকার পরেও কেন ছাত্রাবাস বন্ধ করে দেয়া হল না। আজ আমাদের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠে কলঙ্কের দাগ লেগেছে।

এসময় শিক্ষার্থীরা ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান। অন্যথায় তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।

এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজ ও ছাত্রাবাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ উদ্দিন বলেন, দোষীদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করতে কিছুক্ষণ পর আমরা বৈঠকে বসতে যাচ্ছি।

জানা গেছে, অধ্যক্ষকে প্রধান করে ওই তিন সদস্যের কমিটি গঠন করা হবে।


আরো পড়ুন