• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

মিনিকেট কেজিতে বেড়েছে ৩ টাকা মোটা চাল ২ টাকা

/ ২৯৯ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২০
মিনিকেট কেজিতে বেড়েছে ৩ টাকা মোটা চাল ২ টাকা
মিনিকেট কেজিতে বেড়েছে ৩ টাকা মোটা চাল ২ টাকা

প্রতি সপ্তাহেই পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। রাজধানীর বাজারগুলোতে এক সপ্তাহে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে ৩ টাকা আর মোটা চাল ২ টাকা করে। বর্ধিত দামে চাল কিনতে এসে হতাশ ক্রেতারা বলছেন বাজারে সরকারের নজরদারী প্রয়োজন। পেঁয়াজের দাম কিছুটা কমলেও সব সবজির দামই ৫০ টাকার উপরে।

শুক্রবার ছুটির দিন তাই বাজারে বাড়তি ভিড় ক্রেতাদের। বৃষ্টি উপেক্ষা করে কাঁচাবাজারে অনেকেই এসেছেন সপ্তাহের বাজার করতে। সবজির দাম নতুন করে না বাড়লেও আগের বর্ধিত দামেই সবজি কিনছেন ক্রেতারা।

গত কয়েক সপ্তাহ ধরেই পাল্লা দিয়ে বেড়েছে পেঁয়াজের দাম। ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার পরেই অস্থির হয় দেশের বাজার। তবে এ সপ্তাহে পাইকারী বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৫ টাকা। তারপরেও ফাঁকাই ছিল দোকানগুলো।

তবে দামবৃদ্ধি অব্যাহত রয়েছে চালের বাজারে। ক্রেতাদের অভিযোগ কারণ ছাড়াই সপ্তাহ শেষে প্রকারভেদে চালের দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৫ টাকা পর্যন্ত। গরিবের খাদ্য মোটা চাল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। এতে হতাশ সাধারণ ক্রেতারা।

চালের বাজারে নজরদারি বাড়ানো না গেলে সামনে এমন দামবৃদ্ধি অব্যাহত থাকবে এমন আশঙ্কা সংশ্লিষ্টদের।


আরো পড়ুন