• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

মার্কিন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত

/ ৮৪৯ বার পঠিত
আপডেট: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২০
মার্কিন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত
মার্কিন ইউরোপীয় ইউনিয়ন ভিন্ন মত

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়ে যাওয়ার মার্কিন দাবিকে প্রত্যাখ্যান করেছে ইউরোপীয় ইউনিয়ন। নিষেধাজ্ঞা আগের মতোই স্থগিত থাকবে বলে জানিয়ে দিয়েছে তারা।

এদিকে,তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পুনর্বহালের চেষ্টা বেআইনি হবে বলে মন্তব্য করেছে চীন ও রাশিয়া।

কোনো ধরনের মার্কিন দাবির কাছেই ইরান নতিস্বীকার করবে না বলে জানিয়েছে রুহানি প্রশাসন।

ইরানের বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞার বিষয়ে মার্কিন তৎপরতা নিয়ে এবার সরাসরি মন্তব্য করল ইউরোপীয় ইউনিয়ন।

রোববার প্রকাশিত এক বিবৃতিতে ইইউ জানায়, ইরানের পরমাণু সমঝোতা থেকে একতরফা বেরিয়ে যাওয়ায় এ সংশ্লিষ্ট কোনো বিষয়েই কথা বলার অধিকার নেই ওয়াশিংটনের। পরমাণু চুক্তি মেনে আগের মতোই বহাল থাকবে নিষেধাজ্ঞার স্থগিতাদেশ।

আরও পড়ুন: চীনের অ্যাপ নিষিদ্ধ করতে পারছে না যুক্তরাষ্ট্র

জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন চেষ্টাকে আবারও প্রত্যাখ্যান করেছে রাশিয়া ও চীন। এমন প্রচেষ্টা সম্পূর্ণ বেআইনি বলে জানিয়ে দিয়েছেন ওই দুই দেশের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধিরা।

এদিকে, ইরানের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করে রাজনৈতিক ও আইনি ক্ষেত্রে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন, রোববার এমনটাই মন্তব্য করলেন ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি।

তিনি বলেন, এটা খুবই পরিষ্কার যে, মার্কিন হুমকি বা বলপ্রয়োগের কাছে কখনোই মাথা নত করেনি তেহরান। যেকোনো পরিস্থিতিতেই এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তাদের দেশ।

তেহরানের ওপর নিষেধাজ্ঞা উঠে গেলে রাশিয়া ও চীনের কাছ থেকেই ইরান অস্ত্র কিনবে বলে জানিয়েছে রুহানি প্রশাসন।


আরো পড়ুন