যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে জলবায়ু পরিবর্তনের জন্য দাবানলের সৃষ্টি হয়নি বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ক্যালিফোর্নিয়া দাবানল পরিস্থিতি পর্যবেক্ষন করে এমন মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট জানান, অবিলম্বেই দাবানল ঠাণ্ডা হতে শুরু করবে। দাবানলের জন্য স্থানীয় বন ব্যবস্থাপনাকেই দায়ী করেছেন তিনি। তবে সোমবার ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন বলেন, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় এলে আরও অনেক দাবানলের ঘটনা ঘটবে যুক্তরাষ্ট্রে। জলবায়ু পরিবর্তন নিয়ে ট্রাম্পের উদাসীনতার সমালোচনাও করেছেন তিনি।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন ও ওরেগনের বিভিন্ন শহরে দাবানল ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে। এই দাবানলের কারণে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩৫ জন। প্রায় ২০ লাখ হেক্টর জমি পুড়ে যাবার পাশাপাশি হাজারো বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।