• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৬:৩১ অপরাহ্ন

কাল থেকে ট্রেনে সব সিটে যাত্রী বসবে

/ ২৫৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
ট্রেনে
ট্রেনে

কাল থেকে ট্রেনের সব সিটের টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এর ফলে ট্রেনে সিট ফাঁকা রাখা হচ্ছে না। সব সিট বোঝাই করে যাত্রীরা বসবে । মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয় এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। বৈঠকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের জানানো হয়, স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের শতভাগ টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ শতাংশ অনলাইনে এবং ৫০ শতাংশ কাউন্টারে বিক্রি হবে।

 

শিক্ষা প্রতিষ্ঠানের মূল্যায়নের ভিত্তিতে নবম শ্রেণিতে প্রমোশন


করোনা পরিস্থিতির কারণে ৩১ মে থেকে ট্রেনের ৫০ ভাগ আসন ফাঁকা রাখা হচ্ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আসনের টিকিটই বিক্রি করা হবে।

রেলওয়ে সূত্র জানায়, কার থেকে সারা দেশের বিভিন্ন গন্তব্যে দিনে ২১৮টি ট্রেন চলবে।


আরো পড়ুন