• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:২৫ অপরাহ্ন

চট্টগ্রাম মেডিকেলে সেচ্ছাসেবকের উপর আকস্মিক হামলা

/ ৩০৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিনিধি:- আজ ১৮ই জুলাই,বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেলে এক অসহায় রোগীকে ব্লাড দিতে গিয়ে মেডিকেল স্টাপ এর হামলার শিকার হলেন ‘রক্তের সন্ধানে বাঁশখালী’র প্রতিষ্ঠাতা এবং জনপ্রিয় পত্রিকা ‘আলোকিত সকাল’ এর চকবাজার প্রতিনিধি মোহাম্মদ মোরশেদুল আলম।

আজ দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মেডিকেলে গেলে ব্লাড ডোনেট করতে মানুষের লম্বা লাইন দেখতে পায় কিন্তু রিসিপশনে কর্মচারী নেই। এমতাবস্তাই ব্লাড ব্যাংকে কর্তব্যরত কর্মচারীকে নিজ চাকরী স্থানে দেখতে না পেয়ে জিজ্ঞাসাবাদ এবং ঐ দৃশ্য মোবাইলে ধারণ করাতে ৭/৮ জন এর একটি দল এসে তার উপর অতর্কিত হামলা করে। এক পর্যায়ে তার শার্টের কলার ধরে টেনে-হেঁচড়ে একটি রুমে আটকিয়ে ছবি ডিলিট করতে বাধ্য করে।

পরিশেষে সাধারণ পাবলিক এবং রক্তদাতা সেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।

উক্ত ঘটনার প্রেক্ষিতে ‘রক্তের সন্ধানে বাঁশখালী’র সকল সদস্যবৃন্দ তীব্রনিন্দা জানান এবং চিহ্নিত হামলাকারী মেডিকেল স্টাপকে চাকরি থেকে বহিষ্কার করার জোর দাবী জানান।


আরো পড়ুন