• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:৩৩ অপরাহ্ন

বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রুবেল

/ ৮৪৬ বার পঠিত
আপডেট: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২০
বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রুবেল
বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রুবেল

চাঁপাইনবাবগঞ্জে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করে দৃষ্টান্তস্থাপন করেছেন রুবেল নামে এক কৃষক। তার সফলতা দেখে এই ফল চাষে আগ্রহীও হয়ে উঠছেন অনেকে। কৃষি বিভাগ বলছে বরেন্দ্র অঞ্চলের মাটি ও জলবায়ু খেজুর চাষের  উপযোগী হওয়ায় এ অঞ্চলে খেজুর চাষ  প্রসারের লক্ষ্যে কাজ করছেন তারা।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বাণিজ্যিকভাবে সৌদি খেজুরের বাগান করেছেন রুবেল নামে এক কৃষক। ২০১৭ সালে সৌদি আরব থেকে আত্মীয়ের মাধ্যমে বীজ সংগ্রহ করে নিজ বাড়ির পাশেই গড়ে তুলেন খেজুর বাগান। মাত্র তিন বছরের মাথায় গাছে ফল এসেছে।

রুবেল জানান, ৬’শ চারা নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে তার বাগানে রয়েছে চার হাজারেও বেশি গাছ। সৌদি খেজুরের মতই তার বাগানের খেজুরের আকার ও স্বাদ হওয়ায় বাজারে এর চাহিদাও রয়েছে বেশ। তার বাগানের খেজুর কেজি প্রতি বিক্রি হচ্ছে ২থেকে ৩ হাজার টাকায়। আর বীজ থেকে চারা উৎপাদন করেছেন আরও ৭-৮ হাজারের মতো।

তার সাফল্য দেখে খেজুর বাগান করতে আগ্রহীও হয়ে উঠছেন অনেকে।

বরেন্দ্র অঞ্চলের মাটি ও আবহাওয়া খেজুর চাষের উপযোগী। এ কারণে এ অঞ্চলে খেজুর চাষ  প্রসারের লক্ষ্যে কাজ করছেন কৃষি কর্মকর্তারা।

 


আরো পড়ুন