• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ০৪:১৩ অপরাহ্ন

মাটি ছাড়াই সব্জি চাষ

/ ৩৪০ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
মাটি ছাড়াই সব্জি চাষ
মাটি ছাড়াই সব্জি চাষ

যশোরে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছে ম্যাক্সিম এগ্রো নামের একটি প্রতিষ্ঠান। নেট হাউজের ভেতরে মাটির পরিবর্তে কোকো ডাস্ট ও প্লাস্টিক ট্রেতে বিভিন্ন সবজির চারা লাগানো হচ্ছে। আধুনিক এ পদ্ধতিকে ইতিবাচক হিসাবে দেখছেন এ অঞ্চলের কৃষকরা।

আরও পড়ুন: হুমকির মুখে কক্সবাজারের ঝাঁউ বাগান

কোকো ডাস্ট ব্যবহার করে কেঁচো সারের সমন্বয়ে মাটি ছাড়াই সবজির চারা উৎপাদন করা হচ্ছে প্লাস্টিক ‘ট্রে’  তে। আধুনিক এ পদ্ধতিতে তৈরি হাউজের চারপাশে নেট দিয়ে ঘিরে রাখা হয়।

যশোরের ম্যাক্সিম এগ্রোর কো-অর্ডিনেটর আমিরুল ইসলাম খান জানয়েছেন, এ পদ্ধতিতে স্বল্প খরচে চারা উৎপাদন করা যায়।

আরও পড়ুন: গৃহকর্তার দুই ছেলের ধর্ষণে গৃহপরিচারিকা কিশোরী অন্তঃসত্ত্বা

পেঁপে, করলা, চাল কুমড়া, ঝিঙ্গা, চিচিঙ্গাসহ  বিভিন্ন সবজির চারা উৎপাদন করা হচ্ছে। আর এসব চারা স্থানীয়  চাহিদা মিটিয়ে অন্যান্য জেলায় সরবরাহও করা হচ্ছে।

আধুনিক এ পদ্ধতিতে চারা উৎপাদনকে ইতিবাচক হিসাবে দেখছেন কৃষকরা। এ প্রযুক্তি কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে পারলে সবজি চাষিরা আর্থিকভাবে  লাভবান হবে বলে মনে করেন সংশ্লিস্টরা।

 


আরো পড়ুন