• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৫:২৮ অপরাহ্ন

দেশীয় মাছ সংরক্ষণে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান

/ ৩৬৭ বার পঠিত
আপডেট: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
দেশীয় মাছ সংরক্ষণে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান
দেশীয় মাছ সংরক্ষণে উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান

বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বুধবার (২ সেপ্টেম্বর) জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বঙ্গভবনে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে একথা জানান।

মৎস্য সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি বঙ্গভবনের সিংহ পুকুরে রুই, কাতলা, পাবদা, গুলশা, মহাশোলসহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।

রাষ্ট্রপতি বলেন, মৎস্য খাত দেশের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনে উজ্জ্বল সম্ভাবনাময় একটি খাত। এছাড়া কর্মসংস্থান সৃষ্টিতেও এ খাতের সম্প্রসারণ খুবই গুরুত্বপূর্ণ।

এসময় অন্যদের মধ্যে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, বঙ্গভবন এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আরো পড়ুন