• রবিবার, ০৪ জুন ২০২৩, ০৪:৩৬ পূর্বাহ্ন

তিনি একজন অতি বিরল মানুষ

/ ৭২৫ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
তিনি একজন অতি বিরল মানুষ
তিনি একজন অতি বিরল মানুষ

বাংলাদেশে সৎ, নির্লোভ আর সত্যিকার উদার মনের মানুষ বিরল। অধ্যাপক শাহ আলম স্যার ছিলেন এমন একজন অতিবিরল মানুষ। নিজে জ্ঞানচর্চা করতেন, অন্যকে উৎসাহিত করতেন প্রবলভাবে। পত্র-পত্রিকায় আমার সামান্য সামান্য লেখা পড়েই ফোন করতেন। পিএইচডি পাবলিশ করিনা কেন এনিয়ে অনুযোগ করতেন।

ব্যক্তি জীবনে বিয়োগান্ত ঘটনার পর স্যার মুষড়ে পড়েছিলেন শেষদিকে। অসুস্থও ছিলেন খুব। আস্তে কথা বলতেন, শেষদিকে কথা বলতেন জড়িয়ে জড়িয়ে। কোনোভাবে নিজেকে আরোপ করতেন না তিনি। কিন্তু তবু আমাদের সবার ভেতর আছেন তিনি, রয়ে যাবেন।

আমি ঠিক জানি না পরকালে সাক্ষী নেওয়া হয় কিনা মানুষের! যদি নেওয়া হয় বিনা দ্বিধায় বলব আপনি একজন ভালো মানুষ ছিলেন স্যার। আমি বিশ্বাস করি স্যারের সংস্পর্শে আসা প্রতিটি মানুষই তা বলবে।

আল্লাহ আপনাকে ভালো রাখবেন ইনশাল্লাহ।

লেখক: অধ্যাপক, রাজনৈতিক বিশ্লেষক


আরো পড়ুন