• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০:১৪ অপরাহ্ন

বেলারুশের ২০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত ইইউ

/ ২৫৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
বেলারুশের ২০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত ইইউ
বেলারুশের ২০ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত ইইউ

বেলারুশের ২০ ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে সম্মত হয়েছে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ)। ভোট জালিয়াতি ও বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের অভিযোগে এই নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে সংস্থাটি।

আঞ্চলিক এই ব্লকটির পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইইউর সদস্য দেশ চেক রিপাবলিকের পররাষ্ট্রমন্ত্রী টমাস পেট্রিক বলেন, তালিকাটি কীভাবে হবে কিংবা এতে কারা অন্তর্ভুক্ত হবেন সে সম্পর্কে তারা  একমত হয়েছে। তবে এর চূড়ান্ত তালিকা প্রণয়নে এক সপ্তাহ সময় লেগে যেতে পারে বলে জানানো হয়েছে। বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোকোর নাম এই তালিকায় আসা উচিত বলে মনে করছেন, লিথুনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এদিকে বেলারুশের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনে সেখানে পুলিশ বাহিনী পাঠানোর কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।


আরো পড়ুন