• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের ধ্বংস ঠেকাতে আবারো নির্বাচিত করার আহ্বান ট্রাম্পের

/ ৩৬৬ বার পঠিত
আপডেট: শনিবার, ২৯ আগস্ট, ২০২০
যুক্তরাষ্ট্রের ধ্বংস ঠেকাতে আবারো নির্বাচিত করার আহ্বান ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ধ্বংস ঠেকাতে আবারো নির্বাচিত করার আহ্বান ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের ধ্বংস ঠেকাতে আবারো তাকে নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনী প্রতিদ্বন্দ্বী জো বাইডেনকে ভোট দিলে দেশ ধুলিসাৎ হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার নিউ হ্যাম্পশায়ারের এক র্যালিতে এসব মন্তব্য করেন ট্রাম্প। এ সময় বাইডেনকে অত্যন্ত বাজে এবং সময়ের চেয়ে পিছিয়ে থাকা প্রার্থী বলে উল্লেখ করেন তিনি।

এদিকে, দুই দলের প্রার্থীর কনভেনশন বক্ততার দর্শকের সংখ্যাতেও বাইডেনের চেয়ে পিছিয়ে রয়েছেন ট্রাম্প।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক মনোনয়ন গ্রহণের পর থেকেই ট্রাম্প যেন আরও আক্রমনাত্মক হয়ে উঠেছেন প্রতিদ্বন্দ্বী  জো বাইডেনের ওপর। একের পর এক তিক্ত মন্তব্যের তীর ছুড়ছেন প্রতিযোগী ৭৭ বছর বয়সী ডেমোক্রেট বাইডেনের ওপর।

শুক্রবার নিউহ্যাম্পশায়ারের মেনচেস্টারের এক র্যালিতে বাইডেনকে ‘দুর্বল’ বলে আখ্যা দেন। বলেন, বাইডেন ক্ষমতায় এলে ক্ষুণ্ন হবে যুক্তরাষ্ট্রের মহত্ব।

ট্রাম্প বলেন, আমি বিশ্বাস করি, বাইডেন সবচেয়ে বাজে এবং ঝিমিয়ে পড়া প্রার্থী। আরো পরিস্কার করে বললে, এমন গুরুত্বপূর্ণ সময়ে তিনি পুরোপুরি পিছিয়ে থাকা ক্যান্ডিডেট।

তাই দেশ শাসনে রিপাবলিকানদের বিকল্প নেই বলে মনে করেন তিনি। আহ্বান জানান দেশকে চীনের তাবেদারি ও ধ্বংসের হাত থেকে বাচাঁতে তাকে পুর্ণনির্বাচনের।

এদিকে, বিভিন্ন জনমত জরিপে এখনো প্রেসিডেন্ট ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন জো বাইডেন। এমনকি সবশেষ রিপাবলিকান দলের কনভেনশনের বক্তৃতার দর্শক সংখ্যাতেও ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন।

গেল সপ্তাহে অনুষ্ঠিত ডেমোক্র্যাটিক দলের কনভেনশনে বাইডেনের বক্তব্য শুনেছেন মোট ২ কোটি ৪৬ লাখ মানুষ। সেখানে বৃহস্পতিবার রাতে ২ কোটি ৩৮ লাখ মানুষ শোনেন রিপাবলিকান সম্মেলনে ট্রাম্পের ভাষণ।


আরো পড়ুন