গত চার দিন ধরে দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর ৩ প্রবাসী সহ চার যুবক নিখোঁজ রয়েছেন। ধারণা করা হচ্ছে তাদেরকে গাড়িসহ অপরহরণ করা হয়েছে।
গত ২৬ আগস্ট বুধবার প্রাইভেট কারে করে দক্ষিণ আফ্রিকার ফ্রী স্টেইট প্রদেশের উইনবার্গ ও সেনেরকাল থেকে একই প্রদেশের ভেলকম শহরে যাওয়ার পথে তারা নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন- বেগমগঞ্জ উপজেলার সাইফুল ইসলাম, একই উপজেলার দূর্গাপুর গ্রামের মুহাম্মদ ফরহাদ, নোয়াখালীর চাটখিলের মহসিন।
অপরদিকে, সিলেট জেলার রাসেল নামে এক প্রবাসী যুবকও এদের সাথে নিখোঁজ রয়েছে।
দক্ষিণ আফ্রিকা প্রবাসী ও নিখোঁজ চারজনের বন্ধু শরীফ জানান, নিখোঁজ প্রবাসী যুবকদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। এ নিয়ে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগ দেওয়া হয়েছে।
আশঙ্কা করা হচ্ছে, যাত্রা পথে গাড়িসহ তাদেরকে অপহরণ করা হয়েছে।