• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ১০:১৮ পূর্বাহ্ন

মাদারীপুর কারাগারে যৌতুক মামলার এক হাজতির মৃত্যু!

/ ৪২৩ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০

সাবরীন জেরীন,মাদারীপুর:- মাদারীপুর সদর উপজেলার হাকিম হাওলাদার (৬৫) নামে যৌতুক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) রাত সাড়ে ১২টার দিকে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাকিম হাওলাদার মাদারীপুর শহরের সবুজবাগ এলাকার সইজউদ্দিন হাওলাদারের ছেলে।

মাদারীপুর জেলা কারাগারের জেলার শংকর মজুমদার জানান, আদালতে দায়েরকৃত একটি যৌতুক মামলায় গ্রেফতার হন হাকিম হাওলাদার। পরে আদালত তাকে ৫ আগস্ট কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে থাকা অবস্থায় সোমবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সদর হাসপাতালে হাকিমের মৃত্যু হয়। মাদারীপুর জেলা কারাগারের আবাসিক চিকিৎসক ডা. রিয়াজ মাহামুদ জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারন সর্ম্পকে বলা যাচ্ছে না। তবে ধারনা করা হচ্ছে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন। মরাদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

২৫-০৮-২০২


আরো পড়ুন