• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০১:৫৫ অপরাহ্ন

২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।

/ ৩১০ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২০

সোহাগ আরেফিনঃ- ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থায়ী বেদিতে দলের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি বলেন, ২১ শে আগষ্টের গ্রেনেড হামলাকারি ও পরিকল্পনাকারি তারেক রহমানসহ যারা বিদেশে পালিয়ে আছে তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে।

পরে সহযোগী সংগঠন ও ১৪ দলের নেতাকর্মীরা ফুল দিয়ে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান। পরে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় ডিজিটাল মাধ্যমে যুক্ত হোন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।


আরো পড়ুন