• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৯:২১ পূর্বাহ্ন

দাঁড়িকমাহীন পদ্য

/ ৩৬৩ বার পঠিত
আপডেট: শনিবার, ২২ আগস্ট, ২০২০
দাঁড়িকমাহীন পদ্য
দাঁড়িকমাহীন পদ্য

বাঙালীর
লাল সবুজের পতাকা
আজও
খামছে আছে
লোভী দেশদ্রোহী কিছু
ইতর
যারা দেশদ্রোহী
দেশের বিরুদ্ধে গভীর
ষড়যন্ত্রে মত্ত এরা
৭১, ১৫ এবং ২১ আগস্ট
এদের হাতের কামাই
এরা জাতিরজনকের
লালিত ক্ষুধামুক্ত
বাংলাদেশকে
গড়তে চেয়েছিল
দারিদ্র
পাকিদের ঈশারায়
বাংলাদেশকে ধুমড়ে
মুচড়ে নিশ্চিহ্ন
করে নি:শ্ব এক ক্ষুধাতুর
জাতিতে পরিনত
করার দূ:স্বপ্ন
দেখেছিল সেদিন
ওরা বাংলার মাটিতে
বুদ্ধিজীবীদের কবর
রচনা করেছিল
কার ঈশারায়
কোন লোভে
আজও তারা
সন্ত্রাস জঙ্গীবাদ
লেলিয়ে দিয়ে
তাজা প্রাণ
কেড়ে নিচ্ছে
নানা দূর্যোগে
এদেশের গণমাধ্যম
ও সাংবাদিকদের
যারা ক্ষতবিক্ষত করছে
তারা আর কেউ নন
তারা ওদেরই দোসর
ওরা রাষ্ট্রকে দূর্বল করতে
গণমাধ্যম ও সাংবাদিকের
কন্ঠরোধ করছে
ওরা তাদেরই লোক
৭১, ৭৫ ও ২০০৪
যাদের রক্ত এবং
আত্মত্যাগের বিনিময়ে
আজকের বাংলাদেশ
তোমাদের লাখো সালাম…
আহমেদ আবু জাফর, সাধারণ সম্পাদক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।


আরো পড়ুন