সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কুতুবদিয়া শাখা গঠিত
Reporter Name
/ ১৩৪
Time View
Update :
শনিবার, ২২ আগস্ট, ২০২০
Share
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ
কমিটি কুতুবদিয়া শাখা গঠিত
ঢাকা ২২ আগস্ট ২০২০: সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি কুতুবদিয়া শাখা গঠন করা হয়েছে। কমিটিতে দি মনিং অবজ্যারভার প্রতিনিধি এস কে লিটন সভাপতি ও দৈনিক বায়ান্ন প্রতিনিধি আব্বাস সিদ্দিকী আতিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
স্থানীয় কক্সবাজার জেলা বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা শাখার নেতৃবৃন্দের সুপারিশক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। শনিবার সংগঠনের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর এ কমিটি ঘোষণা করে বলেন সাংবাদিকদের মর্যাদা রক্ষার আন্দোলনে স্থানীয় এবং জাতীয় ইস্যুতে কমিটির নেতৃবৃন্দ ভুমিকা রাখবেন।
কমিটির অপরাপর নেতৃবৃন্দরা হলেন রাসেল খান জয় সহ সভাপতি দৈনিক দেশ বিদেশ,মহি উদ্দিন সাংগঠনিক সম্পাদক দৈনিক চট্টবাণী,
আনিসুর রহমান হিরু প্রচার সম্পাদক সিটিজি ক্রাইম টিভি, মোঃ করিম- অর্থ সম্পাদক দৈনিক গণসংযোগ, নাছির উদ্দীন দপ্তর সম্পাদক দৈনিক আজকের কক্সবাজার বার্তা, কামরুল হুদা সোহেল সিনিয়র সদস্য
দ্যা কক্স নিউজ ও মিজানুর রহমান সদস্য
টিসিএন।
নেতৃবৃন্দকে শাখা ব্যবস্থাপনার জন্য সার্বক্ষনিক জেলা শাখার নেতৃবৃন্দের সাথে সমন্বয় রাখতে আহবান জানানো হয়।