• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৭:১৮ পূর্বাহ্ন

খুলনায় বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত

/ ৩৩০ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২১ আগস্ট, ২০২০
খুলনায় বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত
খুলনায় বেড়িবাঁধ ভেঙে নতুন এলাকা প্লাবিত

নদীর প্রবল জোয়ারের পানির চাপে খুলনার পাইকগাছায় বেড়িবাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। শুক্রবার জোয়ারের পানিতে পাইকগাছার চকরি বকরি বদ্ধ জলমহলের বাঁধ ভেঙ্গে পারমধুখালী গ্রাম, চকরি বকরি ও গেওয়াবুনিয়া গ্রাম প্লাবিত হয়।

পানিতে তলিয়ে যায় ফসলের ক্ষেত, বাড়িঘর ও চিংড়ি ঘের। এর আগে বৃহস্পতিবারের জোয়ারের পানিতে পাইকগাছার সোলাদানা, বেতবুনিয়া গুচ্ছ গ্রাম ও গড়ইখালি বাজার এলাকা প্লাবিত হয়।

এর মধ্যে সোলাদানা বয়ারঝাপা বেড়িবাঁধ ভেঙ্গে প্রায় ৫০০ বিঘা এলাকায় মাছের ঘের তলিয়ে গেছে। এছাড়া বেতবুনিয়া গুচ্ছ গ্রামের দেড়শ’ পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা করছে।

জানা যায়, বিভিন্ন সময় বাঁধ মেরামত হলেও তা’ টেকসই না হওয়ায় জোয়ারের পানিতে ভেঙ্গে যাচ্ছে। বাঁধের কয়েকটি পয়েন্ট ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে।

এদিকে শুক্রবার উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী ও স্থানীয় জনপ্রতিনিধিরা সরেজমিনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন।


আরো পড়ুন