• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন

কৃষি জমি নষ্ট করে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

/ ৪২৯ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
কৃষি জমি নষ্ট করে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী
কৃষি জমি নষ্ট করে উন্নয়ন প্রকল্প নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের জন্য কৃষি জমি নষ্ট করা যাবে না। বাংলাদেশে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ- বেজার বৈঠকে তিনি এই কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আয়তনে ছোট হলেও বাংলাদেশের জনসংখ্যা বেশি। আর এ কারণে খাদ্য  নিরাপত্তা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দিতে হবে।

বৃহস্পতিবার (২০ আগস্ট)  বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার গভর্নিং বোর্ডের ৭ম সভা বসে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ হলেও সরকার শিল্পায়নকে সমান গুরুত্ব দিচ্ছে। তবে শিল্পায়নের কারণে যেন কৃষিখাত ক্ষতিগ্রস্ত না হয় তা নিশ্চিত করারও তাগিদ দেন সরকার প্রধান।

শিল্পায়ন যেন পরিবেশের ভারসাম্য রক্ষা করে হয়, সে দিকেও গুরুত্ব দিতে বলেন প্রধানমন্ত্রী। শিল্পায়নে গতি আনতে ২০৩০ সালের মধ্যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল তৈরির লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এখন ২৮টি অর্থনৈতিক অঞ্চল তৈরির কাজ জোরেশোরে চলছে। এর মধ্যে ১৩টি অঞ্চল সরকারি খাতে এবং ১৫টি অঞ্চল বেসরকারি খাতে।


আরো পড়ুন