• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

টিকা নিতে কাউকে জোর করা হবে না: ফাউসি

/ ২৮১ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
টিকা নিতে কাউকে জোর করা হবে না: ফাউসি
টিকা নিতে কাউকে জোর করা হবে না: ফাউসি

করোনা ভাইরাসের বিরুদ্ধে একটি কার্যকর টিকা পাওয়া গেলে, যুক্তরাষ্ট্রে তা নিতে কাউকে জোর করা হবে না বলে মন্তব্য করেছেন অ্যান্থনি ফাউসি। তিনি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগবিশেষজ্ঞ ও হোয়াইট হাউসের করোনা টাস্কফোর্সের সদস্য। তাঁর ভাষায়, ‘টিকা নেওয়ার জন্য আপনি কাউকে বাধ্য করতে বা কাউকে জোর করার চেষ্টা করতে পারেন না। আমরা আগে কখনো তা করিনি।’

গতকাল বুধবার জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় আয়োজিত এক ভিডিও আলোচনা অনুষ্ঠানে অ্যান্থনি ফাউসি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন ‘ভবিষ্যতে করোনার টিকা সাধারণ মানুষের জন্য বাধ্যতামূলক করার কথা যুক্তরাষ্ট্রের সরকার ভাববে না।’
তবে স্বাস্থ্যকর্মীসহ নির্দিষ্ট কিছু গ্রুপের জন্য টিকা গ্রহণ বাধ্যতামূলক করা যেতে পারে বলেও মনে করেন তিনি। তবে সাধারণ মানুষের জন্য তা করা যায় না।

এদিকে, বার্তা সংস্থা এএফপি জানিয়েছে অস্ট্রেলিয়ার আড়াই কোটি নাগরিকের জন্য করোনার টিকা বাধ্যতামূলক করা উচিত বলে মন্তব্য করেন দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসন। জনগণকে তিনি বিনা মূল্যে টিকা দেওয়ার ঘোষণা দেন। এর কয়েক ঘণ্টা পরই ফাউসি টিকা বাধ্যতামূলক করার বিষয়ে মন্তব্য করেন। ফলে, টিকা বাধ্যতামূলক করার বিষয়ে এখন একটি নৈতিক বিতর্ক তৈরি হয়েছে।


আরো পড়ুন