• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

মংলা বন্দরে ১০০ টাকায় চাকরি পেলো ৮ জন

/ ২৯১ বার পঠিত
আপডেট: সোমবার, ১৫ জুলাই, ২০১৯

মোল্লা রনি:বন্দর কর্তৃপক্ষের নিয়োগ পরিক্ষায় মাত্র ১’শ টাকায় আবেদন করে চাকরি পেয়েছেন ৮ জন চাকরী প্রার্থী।মোংলা বন্দরে মাত্র ১০০ টাকায় চাকরি পেয়েছে ৮ জন বন্দরের উপসচিব মাকরুজ্জামান মুন্সী জানান, গত ১২ জুলাই মার্কম্যান পদে লিখিত ও মৌখিক পরিক্ষায় উত্তীর্ণ ৫ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। এছাড়াও গত ১৪ জুলাই লাইব্রেরিয়ান ও সহকারী লাইট হাউজ মেকানিক পদে ৩ পরিক্ষায় উত্তীর্ণ ৩ জনকে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি আরো জানান, স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করনের লক্ষে নিয়োগ পরিক্ষার দিন সকালে প্রশ্নপত্র প্রনয়ন করে ওইদিন সকালে লিখিত ও বিকালে মৌখিক পরিক্ষা গ্রহন করা হয়েছে। উভয় পরিক্ষাতে উত্তীর্ণ প্রার্থীদের সাময়িক নিয়োগপত্র ও ফুল দিয়ে বরন করে চুড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে।উল্লেখ্য, মোংলা বন্দরে জনবল নিয়োগের ক্ষেত্রে ঘুষ বানিজ্য, দূর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ ছিল বহু আগে থেকেই। বর্তমানে বন্দরের প্রশাসনিক কর্মকর্তারা ঘুষ বানিজ্য, দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহন করে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে জনবল নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে যাচ্ছে।তবে নিয়োগের ক্ষেত্রে স্থানীয়দের অগ্রাধিকার না দেওয়ায় ক্ষোব প্রকাশ করেছেন সচেতন সমাজ।


আরো পড়ুন