• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পূর্বাহ্ন

বন্যায় এ পর্যন্ত ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট: কৃষিমন্ত্রী

/ ৩৯১ বার পঠিত
আপডেট: বুধবার, ১৯ আগস্ট, ২০২০
কৃষিমন্ত্রী
বন্যায় এ পর্যন্ত ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক জানিয়েছেন, এবারের বন্যায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসল নষ্ট হয়েছে। তিন দফা বন্যায় দেশের ৩৭টি জেলা মিলে এ ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

বুধবার (১৯ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বলেন, নতুন করে বন্যা না হলে মন্ত্রণালয়ের নেওয়া নানা পদক্ষেপে এ ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব। নতুন করে পদ্মা ও যমুনা নদীর পানি বাড়ায় চতুর্থ দফায় বন্যা এখন মধ্যাঞ্চলে। এ দফার বন্যায় আবারো লক্ষাধিক মানুষ পানি বন্দি, নতুন করে ক্ষতিগ্রস্ত কৃষক এবং মাছ চাষীরা।
বন্যার ক্ষয়ক্ষতি এবং তা মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ- বিষয়ে সচিবালয়ে বিস্তারিত তুলে ধরেন কৃষিমন্ত্রী। জানান, তিন দফার বন্যায় ফসলের ক্ষতি হয়েছে হাজার কোটি টাকারও বেশি। বন্যার পানিতে তলিয়ে গেছে ২ লাখ ৫৭ হাজার ১৪৮ হেক্টর জমির ফসল। এতে ক্ষতিগ্রস্ত ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন কৃষক। তবে তিনি দাবি করেন এই বন্যায় দেশের খাদ্য উৎপাদনে তেমন কোন প্রভাব পড়বে না।

 


আরো পড়ুন