• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৬:৪৯ অপরাহ্ন

মোংলা বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত, টানা বৃষ্টিতে পণ্য ওঠা নামা বন্ধ

/ ৩৯০ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০
মোংলা বন্দরে

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের ফলে আজও মোংলা সমুদ্র বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত রয়েছে। সোমবার দিবাগত রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিপাত আজ মঙ্গলবারও অব্যাহত থাকায় মোংলা বন্দরে অবস্থানরত সার ও ক্লিংকারসহ বিভিন্ন পণ্যবাহী ১৫টি বিদেশী বাণিজ্যিক জাহাজের মালামাল ওঠানামার কাজ সর্ম্পূণ বন্ধ রয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাষ্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করে জানান, টানা বৃষ্টিপাতে মোংলা বন্দরের কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। এরমধ্যে যখন বৃষ্টি কমছে তখন কাজ শুরু হচ্ছে, আবার যখন বাড়ছে তখন বন্ধ থাকছে। তবে স্বাভাবিক রয়েছে বন্দর জেটির অভ্যন্তরের কার্যক্রম।

এদিকে বৃষ্টির পানিতে মোংলা পৌর শহর ও শহরতলীর নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এছাড়া এখানকার বেশ কিছু সংখ্যক চিংড়ি ঘের তলিয়ে গেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা এজেডএম তৌহিদুজ্জামান বলেন, সকাল থেকে বিভিন্ন এলাকায় খোঁজ খবর নিয়ে তালিকা নির্ণয় করা হচ্ছে। টানা বৃষ্টিপাতে এখানকার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া দিন মজুর ও রিক্সা-ভ্যান চালকেরা।

টানা এই বৃষ্টিপাত মঙ্গলবার দিনভর অব্যাহত থাকবে বলে জানিয়েছে মোংলা আবহাওয়া অফিস।


আরো পড়ুন