• রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০২:৫৬ পূর্বাহ্ন

নারী তুমি কে? সাবরীনা জেরীন….

/ ৩০৩ বার পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

আমি মা, আমি বন্ধু,আমি স্রী, আমি বোন, আমি মানুষ, আমরা নারীরাও যে মানুষ তা অনেকেই ভুলে যাই।

আমাকে শেখানো হচ্ছে, ঘর ঘর খেলে,সংসারের জন্য প্রস্তুত হতে।

আমি যখন বোন, তখন আমার ভাগ আমার ভাইয়ের সাথে সব ক্ষেত্রেই কম।

সে চাইলেই পায় খেলনা বা কম্পিউটার, আর আমার সখের পুতিলটি দোকানের সেল্ফেই রেখে আসতে হয়।

চলো সেন্ট মার্টিন যাই, তই যাবি?

আমি যখন বন্ধু তখন আমাকে হাসির পাত্র হতে হয় প্রতিবন্ধকতার কারণে।

আমি যখন স্রী তখন আমাকে জানতে হয়, উনার মোজা কোথায়।

কখনো আবার হয়ে যেতে হয় উনার রাগের শীকার।

আমি যখন মা,তখন হাজারো কষ্টের পরও আমি হয়ে যাই বিরক্তিকর।

ঘুমন্ত শহরের নিলয় আলোতে আমার চলতে মানা।

আর পাবলিক টান্সপোর্ট গুলোতে কি হয় তা নাই বা বলি?
যে পৃথিবীতে পথ চলা নারীর হাত ধরেই,তার মমতার ছায়ায়, সেই পৃথিবীতে নারীরা আজ ভোগ ভিলাসের পণ্য?

আর নয় থেমে থাকা,সমাজের ভয়ে আর নয় নিজেকে দমিয়ে রাখা।


আরো পড়ুন