• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবকে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ আটক- ৬

/ ৩৬৪ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২০

কুমিল্লা মহানগর ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুলের ভাই শাকিল ও ১৫নং ওয়ার্ডের আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মাদক সম্রাট অপুও তার ভাই সজিব কে কয়েকশত ইয়াবা ও অন্যান্য মাদক ও নগদ ২লাখ ৩৭ হাজার টাকা নিয়ে নগরীর ডিগাম্বরীতলা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাবের সদস্যরা,তাদের গ্রেফতার খবর এলাকাতে পৌছলে এলাকাতে মিষ্টি বিতরন করা হয়,এলাকাবাসীর দাবী যে, এই কাউন্সিলর সাইফুলও তার ভাই শাকিলএবং ওয়ার্ড আওয়ামীলীগের নেতা অপু ও তার ভাই সজীবের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ট ছিলেন,তারা এই এলাকাতে মাদক, জায়গাদখল, ক্যাসিনো।

কুমিল্লায় র‍্যাবকে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ আটক- ৬

কুমিল্লায় র‍্যাবকে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ আটক- ৬

ব্যবসা নিয়ন্ত্রন করতো,১৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল এই ব্যবসা তার ভাই শাকিল এবং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অপু ও সজিব কে দিয় নিয়ন্ত্রন করত,১৫নং ওয়ার্ড আওয়ামিলীগ সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহম্মেদ অপু ছিলেন একসময়ে শহর যুবদল নেতা, ক্ষমতা পালা বদলে সে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছিল,কিন্তু বছরখানিক আগে তার এক আত্মীয়র মাধ্যমে আওয়ামীলীগে যোগদান করে ১৫নং ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ পদ তাকে দেওয়া হয়,এই পদ পাওয়ার পর সে আরও লাগামহীন হয়ে যায়

কুমিল্লায় র‍্যাবকে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ আটক- ৬

কুমিল্লায় র‍্যাবকে ঘুষ দিতে গিয়ে যুবলীগ নেতাসহ আটক- ৬

একে একে মাদক,জায়গা দখল,চাঁদাবাজী,ক্যাসিনো সহ ১৫নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুলকে সাথে রেখে নিয়ন্ত্রন নিয়ে নেয়,এলাকাবাসীর কাছে আরও জানা যায় যে,তাদের অত্যাচারে এই এলাকার বহু মানুষ এখন ও ঘর ছাড়া,জিবনের হুমকি নিয়ে ফালিয়ে বেড়াচ্ছে, তাই এলাবাসির একটাই দাবি তাদেরকে যেন ক্রসফায়ার দেওয়া হোক,তাহলে শান্তি পাবে এই এলাকার মানুষ,এবংকুমিল্লার অভিভাবক ও মহানগর আওয়ামিলীগের সভাপতির কাছে অনুরোধ রইল অতিশীগ্রয় এই ফয়েজ আহম্মেদ অপুকে তার ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের পদ থেকে যেন বহিস্কৃত করা হোক এবং তাদের উপযুক্ত শাস্তি দিয়ে এই এলাকারকে মাদক মুক্ত হিসেবে গড়ে তোলার জন্য অনুরোধ জানাইতেছি।


আরো পড়ুন