• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০২:৪৯ পূর্বাহ্ন

কুমিল্লা বি,পাড়ায় দূর্নীতি বিরুধী প্রচারনায় দুদকের সততা সংঘের অর্থ বিতরণ”

/ ৩৭৪ বার পঠিত
আপডেট: রবিবার, ১৪ জুলাই, ২০১৯

মোঃমমিনুল ইসলাম—(বি,পাড়া থানা প্রতিনিধি) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুমিল্লা কর্তৃক জেলার বিভিন্ন উপজেলায় গঠিত মাধ্যমিক ও কলেজ পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘের প্রত্যেকটি’র জন্য নগত ৪ হাজার ১ শত টাকা বিতরণ করা হয়। দুর্নিতি দমন কমিশনের সহকারী পরিচালক মহাতাব উদ্দিন বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার ৬২ টি মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকদের মাঝে সততা সংঘের অর্থ বিতরণ করেন।

এ অর্থ উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি, দূর্নিতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সাথে আলোচনাক্রমে দূর্নীতি বিরুধী বিতর্ক প্রতিযোগীতা, রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। উপজেলা পরিষদ মিলনায়তনে অর্থ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহাম্মদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির আহাম্মদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রধান শিক্ষক আমিনুল ইসলাম সুজন, বঙ্গবন্ধু সরকারী কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, বাকশিস ব্রাহ্মণপাড়ার সাধারন সম্পাদক অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম, অধ্যক্ষ হুমায়ন কবির, অধ্যক্ষ গৌরাঙ্গ চন্দ্র দাস, অধ্যক্ষ জয়নাল আবেদীন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন, অধ্যক্ষ সেতারা বেগম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযুদ্ধা নুরুল ইসলাম, সদস্য সচিব আবু তাহের, সদস্য আওলাদ হোসেন, প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আহাম্মদ লাভলু, মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মোস্তাক ফয়েজী, দুদক কুমিল্লার ইন্সপেক্টর মোঃ মামুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও সততা সংঘের সদস্যবৃন্দ।


আরো পড়ুন