• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

শারদীয় দূর্গাপূজাকে কেন্দ্রকরে অবৈধভাবে তৈরীকৃত জাল টাকাসহ প্রতারক চক্র দিদারুল আলম গ্রেফতার

/ ২৭ বার পঠিত
আপডেট: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে র‍্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক অভিযোগ গৃহীত হয় যে, কতিপয় প্রতারক চক্র বাংলাদেশী জাল টাকা তৈরী করে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন বাজারে আসল টাকা বলে ছড়িয়ে দিয়ে প্রতারনা করে আসছে। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম জাল টাকা তৈরীর সাথে জড়িত প্রতারক চক্রকে আইনের আওতায় নিয়ে আসার জন্য ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত শুরু করে। নজরদারির একপর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন পূর্ব নাসিরাবাদ এলাকায় একটি সংঘবদ্ধ চক্র সু-কৌশলে বাংলাদেশী জাল টাকা বাজারে ছেড়ে প্রতারনা করে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ২২ অক্টোবর ২০২৩ইং তারিখ আনুমানিক রাত ২৩৫০ ঘটিকায় র‍্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ দিদারুল আলম (৫০), পিতা- মৃত বজল আহম্মদ, সাং- দক্ষিণ হালিশহর, থানা- ইপিজেড, জেলা- চট্টগ্রাম মহানগরী’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবদ এবং তল্লাশী করে তার নিজ হাতে বের করে দেওয়া মতে ১০০০ টাকার নোট সম্বলিত ৮০ হাজার জাল টাকা উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, শারদীয় দূর্গাপূজাকে উপলক্ষ্য করে মানুষের ক্রয়-বিক্রয় বৃদ্ধি পাওয়ার সুযোগে তাদের প্রস্তুতকৃত জাল টাকা গুলো মানুষের মাঝে আসল টাকা হিসেবে চালিয়ে জনগণকে ফাঁকি দিয়ে অতিরিক্ত মুনাফা অর্জনই ছিলো প্রতারক চক্রটির মূল লক্ষ্য।

গ্রেফতারকৃত আসামি এবং জব্দকৃত জাল টাকা সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন