• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৪১ পূর্বাহ্ন

হবিগঞ্জে দুর্গোৎসব উদযাপন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে পুলিশ সুপার এস এম মুরাদ আলি

/ ৫২ বার পঠিত
আপডেট: রবিবার, ২২ অক্টোবর, ২০২৩

শনিবার (২১ অক্টোবর ২০২৩) সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা-২০২৩ নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের জন্য নিরাপত্তা বলয় তৈরীর লক্ষে অস্থায়ী পুলিশ কন্ট্রোল রুম স্থাপন ও ওয়াচ টাওয়ার এর শুভ উদ্বোধন করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।

পুলিশ সুপার মহোদয় এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে শান্তিপূর্ণভাবে আনন্দমূখর পরিবেশে পূজা উদযাপনে সকলকে সহযোগিতার আহবান জানান।

তাছাড়াও, পূজামণ্ডপে বা ফেসবুক অথবা অন্য কোন সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী কর্মকাণ্ড পরিলক্ষিত হলে দ্রুত পুলিশকে জানানোর জন্য আহবান জানান।

পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় পৌরসভার কয়েকটি পূজা মন্ডপের নিরাপত্তা বলয় পরিদর্শন করেন।

এছাড়াও এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, জনাব, নুর হোসেন মামুন, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, হবিগঞ্জ ও হবিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সম্মানিত সদস্যগণ।


আরো পড়ুন