• শনিবার, ০২ ডিসেম্বর ২০২৩, ০৬:১০ অপরাহ্ন

আগ্রাবাদে চেস্ একাডেমির ইয়ুথ দাবা টুর্নামেন্টের উদ্বোধন

/ ৫৯ বার পঠিত
আপডেট: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩

ক্রীড়া ডেস্ক:

২১অক্টোবর চট্টগ্রাম চেস্ একাডেমি আয়োজিত ইয়ুথ (অনূর্ধ্ব–১৭)স্ট্যান্ডার্ড রেটিং দাবা টুর্নামেন্ট গতকাল ২০ অক্টোবর আগ্রাবাদ সিডিএ এলাকায় সকাল থেকে একাডেমি ক্যাম্পাসে শুরু হয়েছে।

একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক রাকিব-উল-ইসলাম সাচ্চুর সভাপতিত্বে এবং শিশু সংগঠক ও একাডেমির পরিচালক মোঃ নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চসিকের ২৭নংওয়ার্ড কাউন্সিলর শেখ জাফরুল হায়দার চৌধুরী সবুজ।

বক্তব্য রখেন চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফিদে মাস্টার আব্দুল মালেক, একাডেমির পরিচালক এম এম সুফিয়ান আশরাফ ও তোহিদুল করিম।২দিনে ৬রাউন্ড খেলায় দেশের ৭৫দাবাড়ু অংশ গ্রহন করছে। প্রথম দিনে ৩রাউন্ড ,আজ ২১ অক্টোবর ৩ রাউন্ড খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। এই টুর্নামেন্টে পুরস্কার হিসাবে নগদ অর্থ, ট্রফি প্রদান করা হবে।রাকিব-উল-ইসলাম চিফ আরবিটর, নুরুল আমিন ডেপটি চিফ আরবিটর এবং আসিফ মাহমুদ আরবিটর হিসাবে দায়িত্ব পালন করছেন।


আরো পড়ুন