নিজস্ব প্রতিবেদক:-
রাজধানীর কামরাঙ্গীর চরে মুসলিমবাগ এলাকায় রমজান ওরফে পেট কাটা রমজান (৩৫) নামের একজনকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার রাত আনুমানিক ০২.২৫ মিনিটের সময় দুর্বৃত্তরা রমজান ওরফে পেট কাটা রমজানকে ০৫টি গুলি করে দুইটি গুলি গলির পাশের দুই পাশের দুই ওয়ালে লাগে আর ০৩ টি গুলি তার শরীলের বিভিন্ন স্থানে লাগে। ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কামরাঙ্গীর চর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা আনোয়ার বলেন, ‘সোমবার দিবাগত রাত ৩টার দিকে এ গুলির ঘটনা ঘটে।
এতে রমজান ঘটনাস্থলে মারা যান।
হাসপাতালের বরাত দিয়ে তিনি জানান, রমজানের বুকের বাঁ পাশে ও ঘাড়ের পেছনে গুলির চিহ্ন আছে।
কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। পুলিশ মাঠে কাজ করছে। রমজানের বিরুদ্ধেও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
জানা গেছে, নিহত রমজানের বাবার নাম মৃত আব্দুর রশিদ। রমজান মুসলিমনগর ৭ নম্বর গলিতে থাকতেন। রমজান চকবাজার, লালবাগ, কামরাঙ্গীর চর থানা এলাকায় মাদকের কারবার করতেন। তার নামে চকবাজার, লালবাগে মাদকসহ একাধিক মামলা রয়েছে।