অনলাইন ডেস্ক:-
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এর ঠিক আড়াই ঘণ্টা পর তাকে ফের কেবিনে স্থানান্তর করেন চিকিৎসকরা।
শনিবার রাতে নিউজ২৪ টেলিভিশনকে বিষয়টি নিশ্চিত করেছে খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল টিম। তারা জানায়, কেবিনে থাকাবস্থায় এদিন সন্ধ্যায় বেগম জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত সিসিইউতে স্থানান্তর করেন চিকিৎসকরা।
আড়াই ঘণ্টা পর তাকে ফের কেবিনে নেয়া হয়।
এর আগে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বেগম জিয়াকে মঙ্গলবার (১০ অক্টোবর) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।