• বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ০৮:৫৯ অপরাহ্ন

গাজীপুর ছাত্র ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত, ১৭ সদস্যের জেলা কমিটি

/ ৯৬ বার পঠিত
আপডেট: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩

মোঃ কাজল মিয়া নিজস্ব প্রতিবেদক:-
“আমরা ছুটে চলি জীবনের প্রান্তে আঁধারের বোটা থেকে আলো ছিঁড়ে আনতে” এই স্লোগানকে ধারণ করে আজ গাজীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাজীপুর জেলা সংসদের ১৪তম জেলা সম্মেলনের উদ্ভোধনী অধিবেশন এবং পৌর সুপার মার্কেটের ২য় তলায় জেলা ছাত্র ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশন শেষে ছাত্রনেতা একরামুল হক জিহাদকে সভাপতি, সাদিয়া ইসলামকে সাধারণ সম্পাদক এবং মোঃ আরিফ উজ্জামানকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি নির্বাচিত হয়। কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চল। নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাত্রনেতা তামজিদ হায়দার চঞ্চল।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, গাজীপুর জেলা সংসদের ১৪তম জেলা সম্মেলন জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে উদ্ভোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাত্রনেতা রাকিবুল রনি। এসময় অন্যান্যের ভিতর আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি ছাত্রনেতা শিমুল কুম্ভকার, কেন্দ্রীয় সংসদের সদস্য রথীন্দ্র নাথ বাপ্পি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক অমর্ত রায়। এছাড়াও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন কাজী আজিমউদ্দিন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ড. এ.কে.এম ওবায়দুল্লাহ সাগর।


আরো পড়ুন