আমড়াতলী বাজার থেকে ১৪ কেজি গাঁজা সহ সবুজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতয়ালি মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করে এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী বলেন, নিয়মিত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী মো: সবুজ মিয়া (২৪) কাপ্তান বাজার (বেপারী পুকুরপাড়) বাবুল মিয়ার ছেলে। চাঁনপুর (বড় বাড়ী) তে থেকে মাদক ব্যবসা করতেন।
কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোরশেদ জানান, শুক্রবার (১৩ অক্টোবর) আমড়াতলী বাজার থেকে ১৪ কেজি গাজা সহ তাকে গ্রেফতার করা হয়।
এসআই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী জানান, এ সংক্রান্তে কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।