ঝালকাঠি প্রতিনিধি:-
জাতীয় শ্রমিক লীগের ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেককাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জেলা শাখার দলীয় কার্যালয়ে জাতীয় শ্রমিকলীগের ঝালকাঠি জেলা কমিটির আহ্বায়ক ছবির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র বাবু তরুন কুমার কর্মকার।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় শ্রমিক দলের জেলা শাখার সদস্য সচিব সুমন তালুকদার।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বাহারুল মাঝিসহ জেলা উপজেলার নেতাকর্মীবৃন্দ।