• বুধবার, ০৬ ডিসেম্বর ২০২৩, ০৩:৩৯ পূর্বাহ্ন

গাজীপুর ১ নং ওয়ার্ড এ টিসিবির পন্য বিতরণ শুরু

/ ৮০৮ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

আজিজুর রহমান, গাজীপুর প্রতিনিধি:-
বুধবার (১১ অক্টোবর ) গাজীপুর কাশিমপুর থানাধীন ১ নং ওয়ার্ডের এলাকায় বর্তমান কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ ( আব্বাস ) এর বাড়ির পশ্চিম পাশে পাঁচপীর পুকুরপাড় কাউন্সিলর এর শাখা অফিসের সামনে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ ( আব্বাস )

এ দিকে ন্যায্যমূল্য দিয়ে তেল ডাল কিনতে পেরে উপকারভোগীরাও খুশি। এবার তারা তেল এবং ডালের সঙ্গে চালও পাচ্ছেন। জানা গেছে, ১৯৭০ পরিবার রয়েছেন এই টিসিবির আওতায় ৫ কেজি চাল, দুই কেজি ডাল ও দুই কেজি ভোজ্য তেল মোট ৪৮০ টাকায় পেয়ে খুশি ক্রেতারাও।

তবে এর আওতায় সব মধ্যবিত্তদের আনতে পারলে আরও ভালো হবে বলেও জানান উপকারভোগীরা।

এ বিষয়ে কাউন্সিলর আব্দুস সালাম আহম্মেদ ( আব্বাস ) জানান, একটি পরিবারে গড়ে ৫ সদস্য থাকে। ফলে ১৯৭০ জন মানুষকে দিলেও সুবিধাটা পাচ্ছেন ৯৮৫০ জন মানুষ। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক দেলোয়ার হোসেন দুলু আসরাফুল আলম আবু সাইদ আবুল হোসেন


আরো পড়ুন