গত ০৮/১০/২০২৩ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লায় কর্মরত এসআই/সৈয়দ দেলোয়ার হোসেন, এএসআই/ইকবাল হোসেন, এএসআই/ বাবু রাখাইন ও সংগীয় ফোর্স সহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৮/১০/২০২৩ইং তারিখ দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর ইউনিয়নের ভুলিরপাড় সাকিনস্থ জাকির টাওয়ার এর ৪র্থ তলার ফ্ল্যাটে পৌঁছে বর্ণিত ফ্ল্যাটের ভাড়াটিয়া আসামী মোঃ জহিরুল ইসলাম ওরফে জহির (২৭), পিতা-মৃত হুমায়ুন কবির, মাতা-সালমা বেগম, গ্রাম-ভুলিরপাড় থানা-দাউদকান্দি মডেল, জেলা-কুমিল্লার শয়ন কক্ষে থাকা ওয়ারড্রপের উপরের ড্রয়ার হতে আসামীর নিজ হাতে বের করে দেওয়া ১৫০০ (এক হাজার পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করেন।
উক্ত ঘটনায় দাউদকান্দি মডেল থানায় এজাহার দায়ের করলে দাউদকান্দি মডেল থানার মামলা নং-০৬, তারিখ-০৮/১০/২০২৩ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর টেবিল ১০(ক) রুজু করা হয়।