• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ পূর্বাহ্ন

“গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

/ ৯৩ বার পঠিত
আপডেট: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ-
প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত “গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল ১১টায় গাজীপুর ভাওয়াল গড়ের হোতাপাড়া শ্যামলী রিসোর্টে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

দৈনিক দেশবাংলা ভারপ্রাপ্ত সম্পাদক সাঈদুর রহমান রিমন-এঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। রিসোর্স পার্সন ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (অতিরিক্ত সচিব) শ্যামল চন্দ্র কর্মকার। এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের ৬৪টি জেলাসহ ৪০টি উপজেলা পর্যায়ে কর্মরত বিভিন্ন জাতীয়/আঞ্চলিক দৈনিক পত্রিকা, নিবন্ধিত অনলাইন ও বেসরকারি টিভি চ্যানেলের মোট ১শত ৩০জন সংবাদকর্মী অংশ নিয়েছে।

প্রসঙ্গত, লালমনিরহাট থেকে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন সাপ্তাহিক আলোর মনি পত্রিকার সম্পাদক ও দৈনিক দেশবাংলা লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানা রাশেদ এবং স্টাফ রিপোর্টার দৈনিক জনসংযোগ ও দেশবাংলার আদিতমারী উপজেলা প্রতিনিধি মোঃ রয়িসুল ইসলাম প্রমুখ।

পরে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।


আরো পড়ুন