• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৪০ অপরাহ্ন

নবীগঞ্জে বজ্রপাতে নিহত – ০১

/ ৫২ বার পঠিত
আপডেট: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

মোঃ সফিকুল ইসলাম নাহিদ, নবীগঞ্জ প্রতিনিধি:-
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নে বজ্রপাতে হাওরে কাজরত অবস্থায় সাদি মিয়া (৪০) নামের এক ব্যাক্তি নিহত হয়েছে। শুক্রবার দুপুরে বজ্রপাতে সাদি মিয়া নিহত হন। সাদি মিয়া নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর গ্রামের মৃত গোল মোহাম্মদ এর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, প্রতিদিনের ন্যায় সাদি মিয়া হাওরে কাজ করতে যান। হঠাৎ করে বজ্রপাত শুরু হয়।

বজ্রপাতের বিকট শব্দ শুনে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় সাদি মিয়াকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সাদি মিয়ার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । বজ্রপাতে নিহত বিষয়টি নিশ্চিত করেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী।


আরো পড়ুন