গত ০৩/১০/২০২৩ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা, কুমিল্লার একটি টিম কুমিল্লা জেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে গত ০৩/১০/২০২৩ইং তারিখ ১১:১০ মিনিটের সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কান্দিরপাড়স্থ সমবায় বিপনী মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর পৌছে চলাচলরত যান বাহন তল্লাশী করা কালীন অনুমান ০৫ মিনিট পর পূবালী চত্তর হতে ব্যাটারী চালিত সবুজ রংয়ের অটোরিক্সা (মিশুক) গাড়ী যোগে চালক ০২টি প্লাষ্টিকের বস্তা ও ০২জন যাত্রীকে নিয়ে আসতে দেখে অটোরিক্সাটি থামানোর জন্য সংকেত দিলে ডিবি পুলিশ হিসাবে চিনতে পারে অটোরিক্সায় থাকা ০২জন যাত্রী অটোরিক্সা থেকে নেমে দৌঁড়ে পালিয়ে যায়।
অটোরিক্সা চালককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে তার নাম মুস্তাফিজুর রহমান বলে এবং জানায় যে, পালিয়ে যাওয়া অজ্ঞাতনামা ০২জন যাত্রী, সাত্তার খান কমপ্লেক্স মার্কেট এর সামনে হতে ০২টি প্লাষ্টিকের বস্তার নিয়া তার অটোরিক্সায় উঠে তালপুকুর পাড় যাওয়ার জন্য, বস্তার ভিতরে কি আছে তিনি জানেন না।
তখন উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে অজ্ঞাতনামা ০২জন আসামী ফেলে যাওয়া অটোরিক্সার পাদানীতে ০২টি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে
১। ৩৫(পঁয়ত্রিশ) পিস Redmi note 12,
২। ২৪(চব্বিশ) পিস Redmi 12,
৩। ২৫(পঁচিশ) পিস Redmi 11 Prime,
৪। ১৫(পনের) পিস Samsung Galaxy F13,
৫। ১১(এগার) পিস Samsung Galaxy F04, ০২(দুই)টি প্লাষ্টিকের বস্তার ভিতরে রক্ষিত সর্বমোট ১১০ (একশত দশ) পিস নতুন বক্স সহ মোবাইল ফোন উদ্ধার পূর্বক মোবাইল ফোন সহ ব্যাটারী চালিত অটোরিক্সাটি জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
এ সংক্রান্তে এসআই নাসিম উল হক ইমরান বাদী হয়ে কুমিল্লা এর কোতয়ালী মডেল থানার মামলা নং-১২, তারিখ-০৪/১০/২০২৩খ্রিঃ, ধারা-১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫- বি এর ১ (বি) তে মামলা রুজু করেন।