অনলাইন ডেস্ক:-
আইনের ভুল ব্যাখ্যা দিয়ে বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। এমন মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, খালেদা জিয়ার বাসা বা হাসপাতালকে সাবজেল ঘোষণা করেই খালেদা জিয়াকে বিদেশে পাঠানো সম্ভব।
সোমবার বিএনপির এক দফা সমাবেশে অংশ নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূতভাবে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সমালোচনা করা হচ্ছে।
এসময় বিএনপি মহাসচিব আরও বলেন, চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে হত্যা করতে চায় সরকার। বিএনপির পনেরো দিনের কর্মসূচির মধ্যে অঙ্গ ও সহযোগী সংগঠনের শেষ সমাবেশ ছিলো জাতীয়তাবাদী কৃষক দলের। সোমবার নয়াপল্টনে ঢাকা ও আশপাশের জেলার নেতাকর্মীদের নিয়ে কৃষক দল সেই সমাবেশের আয়োজন করে।
দুপুরের পর থেকে বর্ণিল সাজে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনের নেতা-কর্মীরা নয়াপল্টন বিএনপি অফিসের সামনে জড়ো হয়। সমাবেশে যোগ দেন বিএনপির সিনিয়র নেতারা।
অনুষ্ঠানে বিএনপি নেতারা জানান, খালেদা জিয়ার বাসা বা হাসপাতালকে সাবজেল ঘোষণা করলে আইন অনুযায়ী বিদেশে পাঠাতে পারে সরকার। নেতারা হুশিয়ারি দেন, দাবি না মানলে অক্টোবরই সরকারের সাথে শেষ খেলা খেলতে চান তারা।
আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম অভিমুখে রোডমার্চের মধ্য দিয়ে বিএনপির চলমান কর্মসূচী শেষ হবে। দলটির নেতারা বলছেন, পরবর্তী কর্মসূচির বেশীরভাগ ঢাকা কেন্দ্রিক।