• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৩২ অপরাহ্ন

কুমিল্লায় ডিবি পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদক ও সিএনজি সহ আটক ০১

/ ৯১ বার পঠিত
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক:-
গত ০১/১০/২০২৩ ইং তারিখ জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কুমিল্লার পৃথক দুইটি অভিযানে এসআই (নিঃ)/মোঃ নজরুল ইসলাম, এএসআই/জহির আলম, এএসআই/ মোঃ ইলিয়াছ ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে ০১/১০/২০২৩ইং তারিখ রাত ১৯:১৫ মিনিটের সময় সদর দক্ষিণ মডেল থানাধীন জোড়কানন ইউনিয়নের উলুইন সাকিনস্থ চট্টগ্রাম-টু-ঢাকা গামী মহাসড়কের পশ্চিম পাশে হিরন মার্কেটের কবির ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর পৌঁছালে একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা আসতে দেখে থামানোর জন্য চালককে সংকেত দেয়।

সেখানে ডিবি পুলিশ হিসাবে চিনতে পেরে চালক উক্ত স্থানে সিএনজি অটোরিক্সাটি থামিয়ে অজ্ঞাতনামা চালকসহ সিএনজি অটোরিক্সায় থাকা আরও ২/৩ জন সিএনজি অটোরিক্সা ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় পলাতক অজ্ঞাতনামা আসামীদের ফেলে যাওয়া রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সাটি তল্লাশী করে সিএনজি অটোরিক্সার ভিতরে মালামাল রাখার স্থানে একটি প্লাস্টিকের বস্তার ভিতর রক্ষিত ১০০ (একশত) বোতল ফেনসিডিল পেয়ে উদ্ধার পূর্বক উদ্ধারকৃত ফেনসিডিলসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিঃ নম্বরবিহীন সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সসহ জব্দ তালিকা মূলে জব্দ করেন।


উক্ত ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় এজাহার দায়ের করলে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-০৪, তারিখ- ০১/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮ রুজু হয়।


অপর একটি অভিযানে আজ ০২/১০/২০২৩ ইং তারিখ এসআই/মোঃ রেজাউল করিম সঙ্গীয় এএসআই/ আক্তার হোসাইন, এএসআই/ডালিম বড়ুয়া ও সংগীয় ফোর্সসহ কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন ছোটরা সাকিনস্থ চিড়িয়াখানা রোডের চিড়িয়াখানার গেইট এর সামনে পৌঁছে আসামী ১। মোঃ মিঠু (২৫), পিতা-আবু কালাম, মাতা-নুরজাহান, গ্রাম-শাসনগাছা (মির্জা পাড়া), থানা-কোতায়ালী মডেল, জেলা-কুমিল্লাকে একটি প্লাষ্টিকের বস্তাসহ আটক করেন। আশপাশ হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় ধৃত আসামী ১। মোঃ মিঠু (২৫) এর ডান হাতে একটি প্লাষ্টিকের বস্তা তল্লাশী করে বস্তার ভিতরে রক্ষিত ৮০(আশি) বোতল এস্কাফ সিরাফ পেয়ে উদ্ধার পূর্বক জব্দতালিকা মূলে জব্দ করেন।


এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং- ৫ , তারিখ- ০২/১০/, ২০২৩; ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১৪(গ) রুজু হয়।


আরো পড়ুন