• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৪ পূর্বাহ্ন

যাত্রাবাড়ী থেকে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০

/ ৫৮ বার পঠিত
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

গতকাল ০১ অক্টোবর ২০২৩ইং তারিখ দুপুর ও বিকালে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় দুইটি পৃথক অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আলমগীর হোসেন ওরফে শান্ত (২৭), পিতা-মৃত আব্দুল মালেক, সাং-পৈখা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, ২। মোঃ রিফাত উদ্দিন (২৭), পিতা-মৃত আব্দুল বাসের চৌধুরী, সাং-বড় হাজীপুর, থানা-বালাগঞ্জ, জেলা-সিলেট, ৩। মোঃ ইয়াকুব (২৮), পিতা-মোর্শেদ বেপারী, সাং-চন্দন কোটা বিদ্যুৎ গলি, থানা-যাত্রাবাড়ী, ঢাকা (ভাসমান), ৪। আব্দুল সালাম (৫০), পিতা-মৃত আব্দুল মান্নান, সাং-পৈখা, থানা-গৌরনদী, জেলা-বরিশাল ও ৫। মোঃ সবুজ (১৯), পিতা সেকেন্দার শিকদার, সাং-চরগাজীপুর, থানা-জাজিরা, জেলা-শরীয়তপুর বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০২টি চাকু উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু কতরঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন