• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ১০:২৯ অপরাহ্ন

কুমিল্লায় র‍্যাবের অভিযানে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক ৩

/ ৮১ বার পঠিত
আপডেট: সোমবার, ২ অক্টোবর, ২০২৩

মোঃ মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা প্রতিনিধি:-
কুমিল্লায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল গত ৩০ সেপ্টেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩০ বোতল ফেন্সিডিল’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ ১। মোঃ আল আমিন মিয়া (২২), পিতা-মোঃ শারজাহান, মাতা-আফিয়া বেগম, সাং-গোলাকান্দাইল, পোঃ বুলতা, ০৫ নং ওয়ার্ড, থানা-রুপগঞ্জ; ২। মোঃ শুভ মিয়া (২০), পিতা-মোঃ গোলজার হোসেন, মাতা-নাজমা বেগম, সাং-গোলাকান্দাইল, পোঃ বুলতা, ০৫ নং ওয়ার্ড, থানা-রুপগঞ্জ, ৩। মোঃ জাকির হোসেন (৪৫), পিতা- মৃত মোহাম্মদ আলী মোল্লা, মাতা- নুরজাহান, সাং- দড়িসত্তভান্দী, পোঃ দুপতারা, থানা- আড়াইহাজার, সর্ব জেলা-নারায়নগঞ্জ।

র‍্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত প্রাইভেটকার ব্যবহার করে নারায়নগঞ্জ, কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।


আরো পড়ুন