গাজীপুর প্রতিনিধি :-
আপনার প্রিয় টেলিভিশন চ্যানেল আই’ এবার পড়ছে পঁচিশ বছরে। আমরা বলছি ‘পঁচিশ উচ্ছ্বাস, লাল সবুজে বিশ্বাস’। বাংলা গণমাধ্যম ইতিহাসে এই অধ্যায়টি দারুণ বর্ণময়, যার সঙ্গে নিবিড়ভাবে ছিলেন আপনি, আপনারা।
চ্যানেল আইয়ের ২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুরে চ্যানেল আই দর্শক ফোরাম ৪ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির হাতে নিয়েছে । এরই অংশ হিসেবে শনিবার ( ৩০ সেপ্টেম্বর) দুপুরে গাজীপুর চ্যানেল আই দর্শক ফোরাম গাজীপুরের চান্দনা চৌরাস্তা গ্রেটওয়াল সিটিতে গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমী সেমিনার হলে এক আলোচনা সভার অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় চ্যানেল আই এর গাজীপুর জেলা প্রতিনিধি ফজলুল হক মোড়লের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাজীপুর শাহীন শিক্ষা পরিবার ও স্টার ফ্রোলিক ইংলিশ ভার্সন স্কুলের প্রতিষ্টাতা ও ব্যবস্থাপনা পরিচালক সোহেল রানা চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর চেয়ারম্যান ফারুক শিকদার। বিশেষ অতিথি ছিলেন মোঃ আব্দুস সোবাহান, সভাপতি, বাসন মেট্রো থানা জাতীয় শ্রমিক লীগ, গাজীপুর মহানগর। সভায়, গাজীপুর চ্যানেল আই দর্শক ফোরামের নেতৃবৃন্দ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সাংবাদিক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।