• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:২৫ অপরাহ্ন

নবীগঞ্জের সাংবাদিকদের সাথে নবাগত ওসি মাসুক আলীর মতবিনিময়

/ ৫২ বার পঠিত
আপডেট: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ সফিকুল ইসলাম নাহিদ নবীগঞ্জ প্রতিনিধি:-
ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়া এবং নবীগঞ্জের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় ও পরিচয় সভা করেছেন নবীগঞ্জ থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় নবীগঞ্জ থানা প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুক আলী।

অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) মোঃ গোলাম মুর্শেদ, ওসি অপারেশন মোঃ আব্দুল কাইয়ুম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস.আর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সাইফুল জাহান চৌধুরী, বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি এটি.এম সালাম, রাকিল হোসেন, সরওয়ার শিকদার, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সময় পত্রিকার প্রকাশ ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ সেলিম তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মিয়া ও মুহিবুর রহমান চৌধুরী তছনু, সবেক সভাপতি অলিউর রহমান অলি, সাবেক সহ-সভাপতি শাহ সুলতান আহমদ ও এম.এ মুহিত এবং এম মুজিবুর রহমান, সিনিয়র সাংবাদিক মোঃ আবু তালেব, মুহিবুর রহমান, মোহাম্মদ আলী লেদু, সলিল বরন দাশ, এটি.এম জাকিরুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী শামীম ও মোজাহিদ আলম চৌধুরী, মোঃ নাবেদ মিয়া, তৌহিদ চৌধুরী, ছনি চৌধুরী, মোঃ সফিকুল ইসলাম নাহিদ, মোঃ হাসান চৌধুরী, ফোয়াদ হাসান রাজন, অঞ্জন রায়, আলাল মিয়া, নাজমুল ইসলাম সাগর,তুহিন আলম রেজুয়ান, স্বপন রবি দাস প্রমূখ। মতবিনিময় সভার আয়োজন পরিচালনা করেন- নবীগঞ্জ থানার এস আই সপন চন্দ্র সরকার।

এসময় নবীগঞ্জ থানার নবাগত (ওসি) মাসুক আলী তাঁর বক্তব্যে বলেন- নবীগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, জুয়া, মাদক, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে জিরো ট্রলারেন্স নীতি বজায় থাকবে। পাশাপাশি তাঁর দায়িত্ব পালনকালে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।


আরো পড়ুন