• শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৭:২৭ পূর্বাহ্ন

নুরুল আলম হত্যা মামলার সাজাপ্রাপ্ত আসামী ১৯ বছর পর গ্রেফতার

/ ৫১ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

গত ২৯ মে ২০০৪ইং তারিখে চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন চরতি এলাকায় ঘরের জানালা দিয়ে গুলি করে ঘুমন্ত অবস্থায় নুরুল আলমকে নিশংসভাবে হত্যা করে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহত ভিকটিমের চাচাতো ভাই বাদী হয়ে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানায় তোফায়েল আহমদসহ ০৪ জনকে আসামী একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-৩২(৫)০৪, জিআর নং-১২৯/০৪, দায়রা নং-২১১/১০, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। পরবর্তীতে মামলার তদন্ত শেষে পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। উক্ত অভিযোগপত্র এবং সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল আসামী তোফায়েল আহমদ’কে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের কারাদন্ড প্রদান করে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

র‍্যাব-৭, চট্টগ্রাম সূত্রে বর্ণিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে ব্যাপক গোয়েন্দা নজরদারি এবং ছায়াতদন্ত অব্যাহত রাখে। নজরদারীর এক পর্যায়ে র‍্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নুরুল আলম হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী তোফায়েল আহমদ চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন মাস্টার হাট এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২৮ সেপ্টেম্বর ২০২৩ইং তারিখ বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী তোফায়েল আহমদ (৪০), পিতা-মৃত নজু মিয়া, সাং-দক্ষিণ চরতী, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে বর্ণিত হত্যা মামলার যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায় সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে দীর্ঘ ১৯ বছর যাবৎ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন