• মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩, ০৯:৩৯ অপরাহ্ন

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হামিদুল ইসলাম গ্রেফতার

/ ৭৮ বার পঠিত
আপডেট: শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩

গতকাল ২৭ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখ বিকালে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার সাভার থানাধীন ফুলবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে নীলফামারী জেলার জলঢাকা থানার মামলা নং-২১৪/০৩, ধারা- নারী ও শিশু নিয়ন্ত্রণ আইন ২০০০ এর ৭/৯(১)। উক্ত মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সাজা ওয়ারেন্টভুক্ত দীর্ঘদিন যাবৎ পলাতক আসামি হামিদুল ইসলাম ওরফে মাসুদ, পিতা-নুর আনিম, সাং-পাইটকাপাড়, থানা-জলঢাকা, জেলা-নীলফামারী’কে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত আসামি উক্ত মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর থেকে ঢাকার সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করেছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আরো পড়ুন